মুসলিম বন্ধুদের জীবনযাপনে অভিভূত হয়ে মার্কিন প্রকৌশলীর ইসলাম গ্রহণ

মুসলিম বন্ধুদের জীবনযাপনে অভিভূত হয়ে মার্কিন প্রকৌশলীর ইসলাম গ্রহণ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইসলাম গ্রহণ করলেন ডেভিড বেঞ্জামিন নামের ৩৮ বছর বয়সী এক মার্কিন প্রকৌশলী। মুসলিম বন্ধুদের জীবনযাপনে প্রভাবিত হয়ে ইসলামে দীক্ষিত হলেন তিনি।

স্থানীয় সময় বুধবার তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহর আদানার রমজান উগ্লু মসজিদে আনুষ্ঠানিকভাবে ডেভিড বেঞ্জামিন ইসলাম গ্রহণ করেন।

এর আগে তিনি আদানার দারুল ইফতায় ইসলাম গ্রহণের ব্যাপারে নিজের আগ্রহের কথা প্রকাশ করেন। পরে সেখানকার প্রাদেশিক মুফতি শায়খ মোহাম্মদ চিশতি তাকে কালিমায়ে শাহাদাত পাঠ করিয়ে ইসলামে প্রবেশ করান।

বেঞ্জামিনের ইসলাম গ্রহণকে কেন্দ্র করে রমজান উগ্লু মসজিদে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে নিজের অভিব্যক্তি প্রকাশ করে তিনি জানান, ‘এর আগে তিনি কোনো ধর্মেই বিশ্বাসী ছিলেন না। তবে তার কিছু মুসলিম বন্ধু ছিল, যাদের সাথে তিনি চলাফেরা ও ওঠাবসা করতেন। কাছ থেকে বন্ধুদের জীবনযাপন দেখে বেশ প্রভাবিত হন বেঞ্জামিন। এরপরই ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন তিনি।’

ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নেয়ার পর শায়খ মোহাম্মদ চিশতি তাকে পবিত্র কুরআনের একটি ইংরেজি অনুবাদের প্রতিলিপি ও বেশকিছু ইসলামী বইপত্র উপঢৌকন দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *