পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মরক্কোর মারাকেশ শহরকে ২০২৪ সালের মুসলিম বিশ্বের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয়েছে। সম্প্রতি ইসলামিক এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন (আইসেসকো) ‘রাবাত মুসলিম বিশ্বের সাংস্কৃতিক রাজধানী ২০২২’ শীর্ষক এক সম্মেলনের আয়োজন করে। ওই সম্মেলনের গত ২ মে অনুষ্ঠিত শেষ অধিবেশনে মরক্কোর যুব, সংস্কৃতি ও যোগাযোগ বিষয়ক মন্ত্রী মেহদি বিন সাঈদ এই ঘোষণা দেন। খবর মরক্কো ওয়ার্ল্ড নিউজ।
ইউনেসকো ১৯৮৫ সালে রেড সিটি খ্যাত মারাকেশ শহরকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে তালিকাভুক্ত করে। শহরটি মরক্কোর অন্যতম পর্যটনকেন্দ্র। এখানে আন্দালুসিয়ান স্থাপত্যশৈলীতে তৈরি ঐতিহ্যবাহী বেশকিছু মসজিদ ও প্রাসাদ রয়েছে। পর্যটকরা এখানকার কাসবাহ, কুতুবিয়া মসজিদ, বিন ইউসুফ মাদরাসা, সাদিয়ান সমাধি এবং জামা এল ফানা স্কয়ারসহ অনেক দৃষ্টিনন্দন স্থাপনা দেখে মুগ্ধ হন।
সম্প্রতি মারাকেশ অনলাইন ট্রাভেল এজেন্সি ট্রিপ অ্যাডভাইজারে বিশ্বের পর্যটকবান্ধব শহর হিসেবে শীর্ষ দশে স্থান করে নেয়। তা ছাড়া ভোগ ম্যাগাজিনে ‘বেস্ট উইন্টার সান’ বা সেরা শীতকালীন সূর্যের শহর হিসেবে তালিকায় স্থান লাভ করে।
ইসলামিক ওয়ার্ল্ড এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনের (আইসেসকো) তত্ত্বাবধানে প্রতিবছর বিভিন্ন শহরকে মুসলিম বিশ্বের সাংস্কৃতিক রাজধানী হিসেবে নির্বাচন করা হয়। এক্ষেত্রে ইতিহাস ও ঐতিহ্যের বিষয়টিকে মূল ভিত্তি হিসেবে ধরা হয়।
২০০৫ সালে মুসলিম বিশ্বের প্রথম সাংস্কৃতিক রাজধানী হিসেবে নির্বাচিত হয় পবিত্র মক্কা নগরী। চলতি ২০২৩ সালে মুসলিম বিশ্বের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষিত হয় মৌরিতানিয়ার নোয়াকচোট শহর। এর আগে ২০২২ সালে মরক্কোর রাজধানী রাবাত, ২০২১ সালে কাতারের রাজধানী দোহা মুসলিম বিশ্বের সাংস্কৃতিক রাজধানী হিসেবে নির্বাচিত হয়েছিল।