মুসলিম যুবকদের নির্যাতনের দায়ে ১৩ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

মুসলিম যুবকদের নির্যাতনের দায়ে ১৩ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : একদল মুসলিম যুবককে নির্যাতনের দায়ে উগান্ডায় ১৩ জন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। পূর্ব আফ্রিকার এই দেশটির পুলিশের মুখপাত্র ফ্রেড এনাঙ্গার এই তথ্য জানিয়েছেন।

রাজধানী কাম্পালায় পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এনাঙ্গার বলেছেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, কাম্পালার উপকণ্ঠে একটি পুনর্বাসন কেন্দ্রে ৪৫ জন মুসলিম যুবককে মারধর করেছেন ও লাথি মেরেছেন পুলিশ অফিসাররা। স্থানীয় মুসলিম নেতা শেখ মুহাম্মদ ইউনুস কামোগা ওই কেন্দ্রটির পরিচালক।

উগান্ডা পুলিশের মুখপাত্র উল্লেখ করেছেন, এই কেন্দ্রে যুবকদের সরকারবিরোধী বিদ্রোহী হওয়ার প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল বলে সন্দেহ করেছিলেন পুলিশ কর্মকর্তারা। ফলে তাদের গ্রেপ্তারও করা হয়।

ফ্রেড এনাঙ্গা জানান, পুলিশ কর্মকর্তারা ২ জুন এই অভিযান পরিচালনা করেন। যেসব কর্মকর্তা ওই অভিযানের সঙ্গে জড়িত ছিলেন, তারা সবাই পুলিশ প্রফেশনাল স্ট্যান্ডার্ড ইউনিটের মুখোমুখি হয়েছেন। ১৩ জন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া ৪৫ জন মুসলিম যুবককে আটকের বিষয়েও তদন্ত চলছে।

তিনি বলেছেন, কাওয়েম্পে পুনর্বাসন কেন্দ্রে অভিযানের সময় পুলিশ কর্মকর্তাদের কর্মকাণ্ড পুলিশ নেতৃত্বের জন্য অনুপযুক্ত। এই অভিযানে কেন্দ্রের যুবকদের লাথি ও চড় মারার মত ঘটনাও ঘটেছিল।

এদিকে উগান্ডার মুসলিম আইনজীবী সমিতি (ইউএমএলএস) অভিযুক্ত পুলিশদের কর্মকাণ্ডের নিন্দা করেছে। এই বিষয়ে উগান্ডা মানবাধিকার কমিশনে আবেদন করার হুমকি দিয়েছে ইউএমএলএস।

সূত্র: ডেইলি সাবাহ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *