মুসলিম সন্তানদের শিক্ষিত করতে মন্ত্রী সিদ্দিকুল্লাহর আহ্বান

পাথেয় রিপোর্ট : বর্তমান রাজ্য সরকার মুসলিমদের জন্য অনেককিছু করছে। ইমাম ও মুয়াজ্জিনদের জন্য ভাতা চালু করেছে। এলাকার সকল ধর্মের মানুষের সঙ্গে মিলেমিশে চলতে হবে। গত ২৭ জুন বুধবার মেডেনী ব্লকের বিধান নগরে এসে এ বক্তব্য রাখেন, রাজ্যের গোং থানার মন্ত্রী তথা পশ্চিমবঙ্গ রাজ্যের জমিয়তে উলামা ও রাবেতা বোর্ডের সভাপতি সিদ্দিকুল্লাহ চোধুরী।

তিনি জানান, মুসলিম ঘরের সন্তানদের শিক্ষিত করতে হবে। সমাজের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত করতে হবে। মাদরাসা শিক্ষায় জোর দিতে হবে। সকলকে এলাকার সরকারি গ্রন্থাগারগুলো ব্যবহার করতে হবে।
এরসাথে তিনি জমিয়তে উলামার ইতিহাসও তুলে ধরেন।এদিন পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামা ও রাবেতা বোর্ডের নেতৃত্বে ও জলপাইগুড়ি জমিয়তের পরিচালনায় জেলার সমস্ত মাদরাসার শিক্ষক প্রত্যেক মসিজদেরর ইমাম, মুয়াজ্জিন ও কমিটির সদস্যদের সবাইকে নিয়ে একটি বিশেষ কর্মসভা আয়োজন করা হয়। সভায় জেলার বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিন ছাড়াও মসজিদ কমিটির সদস্যসহ এলাকার মুসলিম সমাজের জনগণ উপস্থিত ছিলেন।


অনুবাদ ও গ্রন্থনা : কাউসার মাহমুদ
সূত্র : উর্দু ডেইলি, দিল্লী
সম্পাদনা : মাসউদুল কাদির

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *