মুসল্লীদের আগমনে একদিন আগেই তাড়াইলে ‘ইসলাহী ইজতেমা’ শুরু

মুসল্লীদের আগমনে একদিন আগেই তাড়াইলে ‘ইসলাহী ইজতেমা’ শুরু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কিশোরগঞ্জের তাড়াইলের বেলঙ্কার জামিয়াতুল ইসলাহ ময়দানে আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) আসর পর থেকেই আমবয়ানের মধ্য দিয়ে একদিন আগেই শুরু হয়েছে শাইখুল ইসলাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এর আহ্বানে আয়োজিত ইসলাহী ইজতেমা।

ইসলাহী ইজতেমা আয়োজক কমিটির সদস্য ও বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর নির্বাহী সভাপতি মাওলানা সদরুদ্দিন মাকনুন পাথেয় টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৩ ফেব্রুয়ারি শুক্রবার থেকে আমাদের ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও অনেক মুসল্লি ময়দানে চলে আসার কারণে আম বয়ানের মাধমে আজ বৃহস্পতিবার থেকেই ইসলাহী ইজতেমা শুরু হয়েছে। ইজতেমার বিভিন্ন পর্বে ইসলাহী বয়ান, আম বয়ান, বিশেষ বয়ান, কোরআন তালিম ও তেলাওয়াত, জিকির, তাহাজ্জুদ ও দুরুদের আমলসহ ধারাবাহিক আত্মোন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচি পালন করবেন আগত মুসল্লীরা।

মাওলানা মাকনুন আরও বলেন, তাযকিয়ায়ে নফসের অনুশীলনের মাধ্যমে মানুষকে আল্লাহর পথে আসার আহবান ও মানুষের মননে আল্লাহ তায়ালার ভালোবাসার উন্মেষ ঘটানোর উপায় এবং নৈতিক উন্নয়নের দাওয়াত নিয়ে ৩ ফেব্রুয়ারি থেকেই ইনশাআল্লাহ বেলঙ্কায় অবস্থান করবেন আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ (দা.বা.)। ৫ ফেব্রুয়ারি ইজতেমার আখেরি মোনাজাতও পরিচালনা করবেন তিনি।

তাড়াইলমুখী পথে পথে মানুষের ঢল দেখা গেছে। তারা হাঁটছেন। কারও মাথায়, কারও কাঁধে আবার কারও হাতে একাধিক ব্যাগ। কথা বলে জানা যায় তারা সবাই ছুটছেন ইজতেমা ময়দানের দিকে। ইজতেমার দিনগুলো অবস্থান করবেন সেখানেই।

প্রসঙ্গত, প্রতিবছরই শীতের শেষভাগে কিশোরগঞ্জের তাড়াইলের বেলঙ্কা গ্রামে জামিয়াতুল ইসলাহ ময়দানে মানুষের আধ্যাত্মিক পরিবর্তনের প্রত্যাশায়, ভাটির মানুষের দ্বীনী উন্নয়নে এই ইসলাহী ইজতেমা অনুষ্ঠিত হয়। ইতোমধ্যেই ব্যাপক সাড়া পড়েছে এই ইজতেমার। এখানে বিশেষ ব্যবস্থায় নারীদের জন্যও আলাদা আলোচনা শোনার সুযোগ আছে। এ ছাড়া শিক্ষার্থী, শিক্ষক, যুবক-তরুণদের জন্যও আলাদা আলাদা বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন দেশবরেণ্য উলামায়ে কেরাম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *