মুহিব্বুল্লাহ কাফি’র নবজাতকের জন্ম
কী পাওনি তোমরা?
বাড়ি গাড়ি নারী! সাথে টাকা কারি কারি,
সবইতো পেয়েছ,আরাম-আয়েশ করেছ,
আরো পেয়েছ আধুনিকতা,
তাহলে কেন এসব তথাকথিত সুখ ছেড়ে করছ আত্মহত্যা?
থাকো নিরাপত্তায়, চলো না কবু একা।
বডিগার্ড রেখে নিশ্চিতে থাকো যেন কেউ না পায় তোমাদের দেখা।
এদিকসেদিক হলে শোনাও বডিগার্ডকে কত বকা। তাই বাড়িয়ে দেয় তাদের ডিউটি, কড়া নজর রাখে খেয়ে নাখেয়ে বেচারারা!
জন্ম থেকে নিরাপত্তায় থাকো যদিও হও বুড়ো-বুড়ি,
তাহলে কেন বসাও নিজেদের বুকে থাকতে এতো সুখে! নিজেরাই ছুরি?
দিব্যি ঘুরেবেড়াও ওতোপ্রোতভাবে নারীপুরুষ একসাথে! কখনো টানোনি পর্দা। অবৈধ সম্পর্কে মেতে থাকো সদা, তাতে কোনো নবজাতকের জন্ম হলে নষ্ট করতে কখনো করো না দ্বিধা।
কেউ কিছু বললে! রাগ চড়িয়ে মাথায় দাও তাদের ঝাড়ি,
তাহলে কেন নিজেদের গলায় বাঁধো অভিশাপের দঁড়ি?
তাহলে কি আমরা বুঝে নেবো সুখ নেই তাতে, যাতে তোমরা সুখে আছি বলে বলো অকপটে!?
তোমরা কি কখনো খুঁজেছ সুখ নামের পাখিটা উড়ে কোণ বনে?
সুখ পেতে খুঁজে, যদি ঈমান এনে, তাওবা করে ডাকতে আল্লাহ-কে নির্জনে!