১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ২০শে জিলকদ, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মেক্সিকোতে একটি বাস পাহাড় থেকে পড়ে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩৩ জন।
পশ্চিমাঞ্চলীয় নায়ারিত রাজ্যের রাজধানী টেপিক এবং পর্যটন এলাকা পুয়ের্তো ভাল্লার্তার সংযোগকারী একটি মহাসড়কে স্থানীয় সময় শনিবার (২৯ এপ্রিল) রাতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় কর্তৃপক্ষ রবিবার জানায়, বাসটি রাস্তা থেকে প্রায় ৪৯ ফুট গভীরে পড়ে যায়।
রাজ্যের প্রসিকিউটরের অফিস এক বিবৃতিতে জানায়, ক্ষতিগ্রস্তদের সহায়তায় ফেডারেল এবং রাজ্য কর্তৃপক্ষের সঙ্গে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় ১১ জন নারী এবং ৭ জন পুরুষ নিহত হয়েছেন। অন্তত ১১ শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
সূত্র: নিউ ইয়র্ক পোস্ট