মেট্রোরেলের কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন চালু

মেট্রোরেলের কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন চালু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বছরের শেষদিন মেট্রোরেলের কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন চালু হয়েছে। এর মধ্য দিয়ে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সব স্টেশন চালু হলো। এখন ১৬ স্টেশনেই নিয়মিত থামবে নাগরিক রেল।

বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক। তিনি বলেন, ‘রোববার (৩১ ডিসেম্বর) সকাল থেকেই এসব স্টেশনে যাত্রীরা ওঠানামা করতে পারছেন।’

বর্তমানে সকাল সাড়ে সাতটা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত উত্তরা-মতিঝিল-উত্তরা রুটে মেট্রোরেল চলাচল করছে। আর উত্তরা-আগারগাঁও-উত্তরা রুটে চলাচল করছে সকাল সাড়ে আটটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত। পুরো কাজ শেষ হলে প্রতি ১০ মিনিট পর পর ট্রেন ছাড়বে। ঘণ্টায় ৬০ হাজার যাত্রী পরিবহন করা হবে। ২৪ জোড়া ট্রেন চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *