রক্ত দিয়ে এনেছি কেড়ে
আমরা স্বাধীনতা
অকাতরে মোরা দিয়েছি জীবন
হইনি কখনো বৃথা
বিজয়ের তরে হয়েছি মোরা
এক দেহ এক প্রাণ
এখানেই মোরা হয়েছি বাঙালি
এখানেই সম্মান
তাইতো এথায় মিলে একাকার
হিন্দু-মুসলমান
ভাই হয়ে ভাইয়ের পাশে রয়ে যায়
বৌদ্ধ ও খ্রিষ্টান
বিজয় মোদের আত্মশক্তি
তাই জয়ের গাঁথা গাই
এই বাংলায় জন্মেছি খোদা
যেন এখানেই মরে যাই