মৌলভীবাজারে জমিয়তুল উলামার কাউন্সিল বৃহস্পতিবার

মৌলভীবাজারে জমিয়তুল উলামার কাউন্সিল বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক ● মৌলভীবাজারের একঝাঁক আলেমেদ্বীন বাংলাদেশ জমিয়তুৃল উলামায় যোগদান করছে বলে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা আবদুর রহীম কাসেমী। তিনি বলেন, অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়তুল উলামা মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে আনার কর্মসূচি হাতে নিয়েছে। আমরা কোনো দলের বিরুদ্ধে নই।

সফরকারী দলের সদস্য বাংলাদেশ জমিয়তুল উলামার ঢাকা মহানগরীর সেক্রেটারী মাওলানা সদরুদ্দীন মাকনুন জানান, খলিফায়ে শায়খে বাঘা বড়গাঁও টা্ইটেল মাদরাসার প্রিন্সিপাল আলহাজ্ব কারী শামসুল হকও মৌলভীবাজার দারুল উলূম টাইটেল মাদরাসার সাবেক নায়েবে মুহতামিম মাওলানা মুঈনুল হক চৌধুরীসহ মৌলবীবাজারের একদল নবীন প্রবীণ আলেম উলামা জমিয়তে যোগদান করছে।  আজ [বৃহস্পতিবার] সে উপলক্ষে একটি আনুষ্ঠানিকতা রয়েছে।

তিনি জানান, আগামী ২২ এপ্রিল কেন্দ্রীয় জমিয়তের কাউন্সিল রয়েছে। এর আগে আমরা জেলাসফরে বের হয়েছি। এরই অংশ হিসেবে মৌলভীবাজারে সফরে যাচ্ছি। তবে মৌলভৗবাজারে বিপুলসংখ্য আলেম-উলামা আমাদের সংগঠনে যোগদান করার কথা রয়েছে।

কেন্দ্রীয় জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা আইয়ুব আনসারী ও দফতর সম্পাদক মাওলানা শফিকুল ইসলামও এ সফরে আছেন।

উল্লেখ্য, মানবকল্যাণে শান্তির ফাতওয়া দিয়ে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ প্রতিষ্ঠিত বাংলাদেশ জমিয়তুল উলামা ইতোমধ্যে বিশ্বদরবারে তাদের কর্মের সাক্ষর রাখতে সমর্থ হয়েছে।

PATHEO24/MR

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *