২৮শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ , ১৪ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ , ২৭শে জিলকদ, ১৪৪৩ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ময়মনসিংহের ভালুকায় বজ্রপাতে মাদরাসা পড়ুয়া দুই শিশু মারা গেছে। উপজেলার রাজৈ ইউনিয়নের পনাশাইল সৌদিয়ান মসজিদ সংলগ্ন এলাকায় আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুই শিশু হলো উপজেলার রাজৈ ইউনিয়নের মোহনা গ্রামের সোহাগ মিয়ার শিশুকন্যা সাফা মরিয়ম (১০) ও একই ইউনিয়নের পনাশাইল গ্রামের আজাহার মিয়ার শিশুকন্যা মানসুরা মীম (৯)। তারা উপজেলার গনাশাইল গ্রামের দারুল উলুম হুসাইনীয়া মাদসার ৩য় শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে দারুল উলুম হুসাইনীয়া মাদসা ছুটির পর বাড়ি ফিরছিল ওই দুই শিশু। ওই সময় তাদের ওপর বজ্যপাত হয়। এতে, সাফা নামের শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মীমকে উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডা. তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বাদশা মিয়া বলেন, ‘বিষয়টি খুবই মর্মান্তিক। ওই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসছে। ’