পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার পর এ ঘটনা ঘটে।
আগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, প্রাথমিকভাবে আগুন কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।