২৮শে মে, ২০২২ খ্রিস্টাব্দ , ১৪ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ , ২৬শে শাওয়াল, ১৪৪৩ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, “বিশ্বজুড়ে আজ আমরা দেখছি যে, মুসলিমরা নিপীড়নের শিকার হচ্ছেন, অথচ ধর্মীয় বিশ্বাসের কারণে কোনোমতেই কারো কখনোই নিপীড়ন ও বৈষম্যের শিকার হওয়ার কথা ছিল না।” এসময় তিনি উইঘুর ও রোহিঙ্গা জনগোষ্ঠীর নাম উল্লেখ করে তাদের প্রতি সহমর্মিতা জানান।
জো বাইডেন বলেন, আমিই প্রথম ১জন মুসলমানকে ধর্ম বিষয়ক বিশেষ দূত হিসাবে নিযুক্ত করেছি। আমার প্রশাসনে চিকিৎসা, অর্থনীতি ইত্যাদি বিভাগে মুসলমানরা প্রধান ভূমিকা পালন করছে।
গতকাল বিকালে হোয়াইট হাউজে ঈদ উদযাপন অনুষ্ঠানে জো বাইডেন এসব কথা বলেন। করোনাভাইরাস মহামারীর কারণে গত বছরের হোয়াইট হাউজের ঈদ উদযাপন ভার্চুয়ালভাবে অনুষ্ঠিত হয়েছিল।
ট্রাম্প প্রশাসনে হোয়াইট হাউজে মুসলমানদের সম্মাননা প্রদানের রীতি বন্ধ ছিলো। এদিকে ইঙ্গিত করে জো বাইডেন বলেন, “হোয়াইট হাউজে ঈদ উদযাপন এবং সেসব অনুপ্রেরণামূলক মুসলিম আমেরিকান, যারা আমাদের দেশ জুড়ে আরও মিল ও একতা তৈরির প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছেন, তাদের সম্মানিত করার ঐতিহ্য এই বছর আমরা আবার চালু করব।”