পাথেয় টোয়েন্টিফোর ডটকম : যুক্তরাজ্যের ইতিহাসে প্রথম কোনো মুসলিম স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেন। তিনি হলেন সাজিদ জাভিদ। এর আগে দেশটির অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি। প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে বিরোধের জেরে গত বছর অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন। এবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন তিনি।
সাজিদ জাভিদ নিজেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। এক টুইট বার্তায় তিনি লিখেছেন, এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে সম্মানিত বোধ করছি। চলমান করোনা মহামারির বিরুদ্ধে চ্যালেঞ্জ গ্রহণ করতে চাই। আশাকরি, এই লড়াইয়ে দেশের জন্য অবদান রাখতে পারবো। নতুন যাত্রায় সবার সহযোগিতা কামনা করছি।
গতকালই (২৬ জুন) দেশটির স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ম্যাট হ্যানকক। পদত্যাগপত্রে প্রধানমন্ত্রী বরিস জনসনের অনুমোদন পাওয়ায় সঙ্গে সঙ্গেই সেটি কার্যকর হয়। এরপর কয়েক ঘণ্টার ব্যবধানে ম্যাট হ্যানককের স্থলাভিষিক্ত হন সাজিদ জাভিদ।
সহকারীকে চুম্বন করার ঘটনা নিয়ে সমালোচনা শুরু হয় ম্যাট হ্যানককের বিরুদ্ধে। গত সপ্তাহখানেক ধরে এ নিয়ে আলোচনা-সমালোচনা ছিল তুঙ্গে। করোনাকালে যেখানে সামাজিক দূরত্ব মানা অপরিহার্য, সেখানে এমন চুমু খাওয়াকে বড় ধরনের অন্যায় হিসেবে সামনে নিয়ে আসে বিরোধীরা। এক পর্যায়ে চাপের মুখে পদত্যাগ করেন ম্যাট হ্যানকক।