পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মহামারী রূপ নিয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করেনাভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে ৩০ জনের বেশি লোকের জনসমাগমকে সীমাবদ্ধ করা নতুন আইন ভঙ্গ করে ১০ হাজার পাউন্ড জরিমানার মুখোমুখি হওয়া প্রথম ব্যক্তি হয়েছেন পিয়ার্স করবিন। ইংরেজ আবহাওয়াবিদ ও অ্যাক্টিভিস্ট করবিন সাবেক শ্রমিক নেতা জেরেমি করবিনের বড় ভাই।
শনিবার (২৯ আগস্ট) আইন ভঙ্গ করে সেন্ট্রাল লন্ডনে বিক্ষোভ আয়োজনে অংশ নেয়ার জন্য তাকে গ্রেফতার ও জরিমানা করা হয়।
৭৩ বছর বয়সী করবিন গার্ডিয়ানকে বলেছেন, সমাবেশ শেষ হওয়ার পর আমি লোকদের বিদায় জানাচ্ছিলাম। আমি নিজেও চলে যাওয়ার কথা ভাবছি, তখন তারা (পুলিশ) আমাকে পেছন থেকে ধরেছিল। আমি এটা মোটেই আশা করেছিলাম না। তারা অবশ্য আমাকে হাতকড়া পরায়নি। তারা আমাকে বলেছিল ৩০ জনের বেশি লোকের জমায়েতের আয়োজন করে করোনাভাইরাস বিধি লঙ্ঘনের জন্য তারা আমাকে গ্রেফতার করছে।
তিনি বলেন, পুলিশ আমাকে ১০ ঘণ্টা ধরে আটকে রেখেছিল। আমি অফিসারদের জানিয়েছিলাম, আমি ও অন্য আয়োজকরা ঝুঁকিসংক্রান্ত সব মূল্যায়ন পূরণ করেছিলাম এবং বিষয়টি নিয়ে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে দুই সপ্তাহ ধরে আলোচনা করেছি। আমি এখন শাস্তির নোটিসটি নিয়ে আদালতে চ্যালেঞ্জ করার পরিকল্পনা করছি।
সমাবেশের নির্ধারিত লক্ষ্য ছিল মার্চ মাসে পাস হওয়া করোনাভাইরাস আইন বাতিল করার আহ্বান, যা সরকারকে নতুন নতুন ক্ষমতা দিয়েছে। কিন্তু সমাবেশে অংশগ্রহণকারী অনেকের প্ল্যাকার্ডে ভাইরাসটিকে ধাপ্পাবাজি বা প্রতারণা বলে অভিহিত করা হয়েছিল।
/এএ