২৫শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ , ২৪শে জিলকদ, ১৪৪৩ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে ১৯ জন শিক্ষার্থী এবং দুজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি প্রাণ হারিয়েছেন।
সরকারি কর্মকর্তারা বলছেন, স্থানীয় সময় মঙ্গলবার আইন শৃঙ্খলা বাহিনীর হাতে নিহত হওয়ার আগে ১৮ বছর বয়সী বন্দুকধারী সালভাদর রামোস গুলি চালায় সাউথ টেক্সাসের উভালদে শহরের রব এলিমেন্টারি স্কুলে।
টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট বলেছেন, বন্দুকধারীর গুলিতে একজন শিক্ষক এবং ১৮ জন শিক্ষার্থী নিহত হয়েছে। সালভাদর রামোস নামের ১৮ বছর বয়সী এক তরুণ ওই হামলা চালিয়েছে। সে সম্ভবত পুলিশের গুলিতে নিহত হয়েছে।
তিনি আরো জানান, বন্দুকধারী গাড়ি নিয়ে স্কুলে ঢুকেছিল। তার হাতে একটি বন্দুক ছিল। এ ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছে। তবে তাদের অবস্থা গুরুতর নয়। বন্দুকধারী একা ছিল বলেই ধারণা করা হচ্ছে। হামলার কারণ এখনো জানা যায়নি।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নির্দেশ দিয়েছেন, তাঁর দেশের পতাকা ২৮ মে পর্যন্ত অর্ধনমিত থাকবে। আজ বুধবার হোয়াইট হাউস থেকে তিনি জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন।
সূত্র: বিবিসি