২৬শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ , ২৫শে জিলকদ, ১৪৪৩ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, ইউক্রেন যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী নীতির নির্মম শিকারে পরিণত হয়েছে।
জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে সোমবার (২৮ ফেব্রুয়ারি) তিনি একথা বলেন। খবর আল-মানার নিউজের।
আয়াতুল্লাহ আলি খামেনি বলেন, আমেরিকা ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে দেশটিতে আজকের এই অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছে।
ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, আমরা যেকোনো দেশে মানুষ হত্যা এবং অবকাঠামো ধ্বংসের বিরোধীতা করি।
তার দেশের অবস্থান পুনর্ব্যক্ত করে ইউক্রেন যুদ্ধ বন্ধ করার আহ্বান জানান খামেনি।