পাথেয় টোয়েন্টিফোর ডটকম : যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের কেমব্রিজপোর্টে পুলিশের গুলিতে সৈয়দ ফয়সাল (২০) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন, তিনি ইউনিভার্সিটি অব বোস্টনে পড়াশোনা করতেন, তাঁর বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়ন এলাকায় বলে জানিয়েছেন তাঁর গ্রামের বাড়ির এক প্রতিবেশী।
মিডলসেক্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ম্যারিয়ান রায়ান বলেন, স্থানীয় সময় গত বুধবার দুপুর সোয়া ১টার দিকে ৯১১ নম্বরে কল করে চেস্টনাট স্ট্রিটের এক ব্যক্তি জানান, পাশের একটি অ্যাপার্টমেন্টের জানালা দিয়ে ছুরি হাতে এক ব্যক্তি লাফ দিয়েছেন।
ফোন করা ব্যক্তি বলেন, অ্যাপার্টমেন্টের সামনে বসে ওই যুবক ছুরি ও জানালার ভাঙা কাচ দিয়ে নিজের শরীরে আঘাত করছিলেন, ছুরিটি ১০ থেকে ১২ ইঞ্চি লম্বা ছিল।
ডিস্ট্রিক্ট অ্যাটর্নি বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছার পর সিডনি স্ট্রিটের ওই গলি থেকে চলে যাচ্ছিলেন ফয়সাল, পুলিশ দেখামাত্রই দৌড়ানো শুরু করেন তিনি।
পুলিশ তাঁকে ধাওয়া করে, কিছুক্ষণ দৌড়ানোর পর চেস্টনাট স্ট্রিটে ফিরে এসে পুলিশের মুখোমুখি হন ফয়সাল, অস্ত্র ফেলে দিতে বললে ছুরি নিয়ে পুলিশ সদস্যদের দিকে এগোতে থাকেন তিনি, এক পর্যায়ে তাঁর দিকে রাবার বুলেট ছোড়েন এক পুলিশ কর্মকর্তা, এরপরও পুলিশের দিকে এগিয়ে আসতে থাকেন ফয়সাল।
এ সময় এক পুলিশ কর্মকর্তা তাঁকে গুলি করেন, কর্তৃপক্ষের দাবি, ঘটনাস্থলে ফয়সালকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন,
কালের কণ্ঠ’র ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, ফয়সালের প্রতিবেশী শফিউল আজম চৌধুরী জানিয়েছেন, ১৫ বছর ধরে মা-বাবার সঙ্গে যুক্তরাষ্ট্রে থাকেন ফয়সাল, সাত মাস আগে পরিবার নিয়ে বাংলাদেশে এসেছিলেন, এক মাস থেকে আবার যুক্তরাষ্ট্রে ফেরত যান তিনি।
- সূত্র : বোস্টন গ্লোব