পাথেয় টোয়েন্টিফোর ডটকম : যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ৫৩ হাজারের বেশি করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এটি একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের রেকর্ড। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বৃহস্পতিবার এমনটি জানানো হয়েছে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ৫৩ হাজার ৬৯ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৭ লাখ ৩৫ হাজার ৩৩৯ জন। এছাড়া গত একদিনে যুক্তরাষ্ট্রে করোনায় মারা গেছেন ৬৪৯ জন। দেশটিতে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ২৮ হাজার ৬৭৭ জন।
যুক্তরাষ্ট্রে এ নিয়ে দ্বিতীয় দিনের মতো একদিনে ৫০ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত করা হলো।