যুক্তরাষ্ট্রে যাচ্ছেন শীর্ষ ব্যবসায়ী নেতারা

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন শীর্ষ ব্যবসায়ী নেতারা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে জাতিসংঘের ৭৭তম সাধারণ অধিবেশনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন এফবিসিসিআই’র নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের বাণিজ্য প্রতিনিধিদল।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন ব্যবসায়ী নেতারা। বাণিজ্য প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। প্রধানমন্ত্রীর সফর পরিকল্পনা অনুযায়ী যুক্তরাজ্য হয়ে যুক্তরাষ্ট্র পৌঁছাবেন ব্যবসায়ীরা।

প্রতিনিধিদলের এ সফরকালে এফবিসিসিআইর ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু।

সফরকালে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল অফ ইউএস চেম্বার অব কমার্সের সাথে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আলোচনায় অংশ নেবেন এফবিসিসিআই নেতৃবৃন্দ। সফর উপলক্ষে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও মার্কিন বিনিয়োগ আকর্ষণ করতে বিটুবি সভা ও বেশকিছু সেমিনারের আয়োজনও করা হয়েছে। এছাড়াও বাংলাদেশি ইমিগ্রান্ট ডে উপলক্ষে নিউইয়র্কে বাণিজ্যমেলায় অংশগ্রহণ করবে প্রতিনিধিদল।

এফবিসিসিআই’র নেতৃত্বে বাণিজ্য প্রতিনিধিদলে আছেন এফবিসিসিআই’র সাবেক সভাপতি মো. শফিউল ইসলাম (মহিউদ্দিন) এম.পি, সহ-সভাপতি এম এ মোমেন, মো. আমিনুল হক শামীম, মো. আমিন হেলালী, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান শাহ আলম, এফবিসিসিআই’র পরিচালক খান আহমেদ শুভ এমপি, দিলীপ কুমার আগারওয়ালা, রেজাউল করিম রেজনু, ড. কাজি এরতেজা হাসান, ড. নাদিয়া বিনতে আমিন, প্রীতি চক্রবর্তী, কে এম আখতারুজ্জামান, মো. নিজাম উদ্দিন, আনোয়ার-উল-আলম চৌধুরী (পারভেজ), নাজ ফারহানা আহমেদ, মোহাম্মদ আলী খোকন, আলমগীর শামসুল আলামিন কাজল, তাহমিন আহমেদ, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি মাহবুবুল আলম, ডিসিসিআই সভাপতি রিজওয়ান রহমান, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন, বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রির পরিচালক জেসমিন আকতার, হলোগ্রাম বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান মামদুহা রওশন শেলী, বসুন্ধরা গ্রুপের পরিচালক আফরোজা বেগম, বাংলাদেশ মোবাইল ফোন বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিন জিটুসহ বিভিন্ন খাতের ব্যবসায়ী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *