যুক্তরাষ্ট্রে ১২৯ জনই ভারতীয় ছাত্র

যুক্তরাষ্ট্রে ১২৯ জনই ভারতীয় ছাত্র

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ১২৯ জনই ভারতীয় ছাত্রকে গ্রেপ্তার করেছে মার্কিন কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে অভিযোগ, যুক্তরাষ্ট্রে থাকার জন্য তারা একটি ভুয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল। জানা যায়, ওই ছাত্রদের গ্রেপ্তারের পরেই বিশ্ববিদ্যালয়টি বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ।

জানা গেছে, গ্রেপ্তারকৃত ছাত্রদের ভুয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার বিষয়টিকে ‘পে অ্যান্ড স্টে’ কেলেঙ্কারি হিসেবে দেখছে মার্কিন প্রশাসন। দীর্ঘদিন ধরেই মার্কিন প্রশাসনের কাছে এ ব্যাপারে তথ্য ছিল।

এদিকে, গ্রেপ্তারকৃত ভারতীয় ছাত্রদের সহায়তা দিতে বিশেষ পদক্ষেপ নিয়েছে ভারতের হাইকমিশন। ওই ছাত্রদের পরিবার হাইকমিশনের মাধ্যমেই সমস্ত খবর পেতে পারবে বলে জানা গেছে। এজন্য একজন নোডাল অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।

সূত্র : এনডিটিভি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *