৪ঠা ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ , ২১শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ , ১২ই রজব, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইসরায়েল ও ফিলিস্তিন যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স। মিশরের মধ্যস্থতায় স্থানীয় সময় রবিবার সন্ধ্যা থেকেই যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়।
মিসরের নিরাপত্তা বাহিনীর একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে ইসরায়েল। রবিবার স্থানীয় সময় রাত ৮টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা রয়েছে।
মিশরের পক্ষ থেকে মধ্যস্থতা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ফিলিস্তিনি একজন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য দিয়েছে রয়টার্স। ফিলিস্তিনের গাজা উপত্যকায় সক্রিয় ইসলামিক জিহাদের মুখপাত্র বা তাদের কেউ এ ধরনের ঘোষণা দেয়নি। এমনকি ইসরায়েলের সরকারি কর্তৃপক্ষের কেউও যুদ্ধবিরতির কথা আনুষ্ঠানিকভাবে জানায়নি।
গত শুক্রবার ফিলিস্তিনের গাজা উপত্যকায় শুরু হওয়া দুদিনের ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ছয় শিশু এবং ইসলামিক জিহাদের দুজন কম্যান্ডারও আছেন।
দুদিনে ফিলিস্তিন থেকে প্রায় ৬০০ রকেট উৎক্ষেপণ করা হয়েছে বলে ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করেছে। এর ৯৭ শতাংশ নিস্ক্রিয় করা হয়েছে বলেও ইসরায়েলি বাহিনীর দাবি।