যেকোনো মুহূর্তে সিরিয়ার উত্তরাঞ্চলে অভিযান : এরদোগান
পাথেয় টোয়েন্টিফোর ডটকম (অনলাইন ডেস্ক) : যেকোনো মুহূর্তে সিরিয়ার উত্তরাঞ্চলে অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। রজব তাইয়্যেব এরদোগানের দেশের সেনাবাহিনী সিরিয়ার উত্তরাঞ্চলে মার্কিন সমর্থিত কুর্দি গেরিলাদের বিরুদ্ধে ‘যেকোনো মুহূর্তে’ নতুন করে অভিযান শুরু করতে পারে। সোমবার তিনি তুরস্কের মধ্যাঞ্চলীয় ‘কোনিয়া’ প্রদেশে বক্তব্য রাখতে গিয়ে এই প্রস্তুতির কথা জানান।
রজব তাইয়্যেব এরদোগান বলেন, ফোরাত নদীর পূর্ব তীরে কুর্দি বিদ্রোহী গোষ্ঠী- ওয়াইপিজি নিয়ন্ত্রিত এলাকায় এ অভিযান চালানো হবে।
য়াইপিজিকে কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পিকেকে’র বর্ধিত সংস্করণ ও একটি সন্ত্রাসী গোষ্ঠী বলে মনে করে তুরস্ক। তুরস্কের অভ্যন্তরে কুর্দিদের জন্য একটি স্বায়ত্বশাসিত অঞ্চলে গঠনের লক্ষ্যে ১৯৮৪ সাল থেকে আঙ্কারার বিরুদ্ধে সশস্ত্র লড়াই করছে পিকেকে।
তুর্কি প্রেসিডেন্ট তার বক্তব্যে আরো বলেন, আমরা যেকোনো মূহূর্তে সিরিয়ার অভ্যন্তরে যেকোনো স্থানে বিশেষ করে আমাদের ৫০০ কিলোমিটার সীমান্ত সংলগ্ন এলাকায় অভিযান শুরু করতে পারি; তবে এই অভিযানে মার্কিন সেনাদের কোনো ক্ষতি হবে না।
এরদোগান বলেন, এই অভিযানের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিবাচক সংকেত দিয়েছেন। কাজেই ফোরাত নদীর পূর্ব তীরে তার ভাষায় ‘জঙ্গি অধ্যুষিত’ এলাকায় ‘যা কিছু করা প্রয়োজন’ তার সবই করবে তুরস্ক। ওয়াইপিজি গেরিলাদেরকে ওই এলাকা ত্যাগ করতে হবে- জানিয়ে তুর্কি প্রেসিডেন্ট বলেন, তুরস্ক সীমান্তে তারা সমস্যা তৈরি করছে যা সহ্য করা আঙ্কারার পক্ষে সম্ভব নয়।
এর আগে এ বছরের শুরুর দিকে সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সৈন্যদের অবস্থান নিয়ে প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান ন্যাটো জোটের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেছেন, জোটের শীর্ষে থেকে যুক্তরাষ্ট্র সিরিয়ায় কী করছে? আপনাদের তো সিরিয়ার সঙ্গে সীমান্ত নেই, আপনারা সিরিয়ার প্রতিবেশী নন। আপনার এখানে কী কাজ? আমাদের ৯১১ কিলোমিটার সীমান্ত রয়েছে। খবর গালফ নিউজের।
\এ সময় প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের (আইএস) পতনের পর যুক্তরাষ্ট্র এখন উত্তর সিরিয়ায় ইরান, রাশিয়া ও তুরস্কের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে এবং সেখানে দামেস্কবিরোধী কুর্দি গেরিলাদের মদদ দিচ্ছে বলে অভিযোগ করেন।
এরদোগান বলেন, যুক্তরাষ্ট্র যদি বলে দায়েশ (আইএস) বিরোধী লড়াইয়ে আমরা পাঁচ হাজার ট্রাক এবং দুই হাজার কার্গো বিমানে করে অস্ত্র পাঠাচ্ছি তা-ও আমরা এটা বিশ্বাস করব না। সিরিয়ায় এখন ইরান, রাশিয়া ও তুরস্ককে নিয়ে যুক্তরাষ্ট্রের আলাদা হিসাব আছে। সিরিয়ার মানবিজ শহর থেকে মার্কিন সেনা প্রত্যাহারেরও আহ্বান জানান তুর্কি প্রেসিডেন্ট।