মুফতি রিয়াজুল ইসলাম : আমরা অনেক সময় বুঝতে পারি না। অতিসাধারণ কিছু কারণে রোজার কোনো ক্ষতি হয় না। অথচ আমরা টেনশন করি। অনেকে অতিমাত্রা থুথু ফেলতে থাকে। নিচে এ জাতীয় কিছু বিষয় তুলে ধরা হলো-
১। ভুলক্রমে পানাহার করা।
২। আতর সুগন্ধি ব্যবহার করা বা ফূল ইত্যাদির ঘ্রাণ নেওয়া।
৩। নিজ মুখের থু থু কফ গিলে ফেলা।
৪। মাথা ,শরীর বা মুখে তেল, ক্রিম ,লোশন ইত্যাদি ব্যবহার করা।
৫। ঠাণ্ডার জন্য গোসল করা।
৬। ঘুমে স্বপ্নদোষ হওয়া।
৭। মিসওয়াক করা।
৮। অনিচ্ছকৃতভাবে বমি হওয়া।
৯। চোখে ওষধ, সুরমা বা ড্রপ ব্যবহার করা।
১০। ইনজাকশন নেয়া।
১১। অনিচ্ছাকৃতভাবে গলায় মশা, মাছি, ধোঁয়া বা ধুলাবালি প্রবেশ করা।
১২। অনিচ্ছাকৃতভাবে কানে পানি প্রবেশ করা।