মুফতি রিয়াজুল ইসলাম : রোজার মাকরূহ মানে রোজার ফজিলত কমে যাওয়া। রোজার ফজিলত যাতে কোনোভাবেই না কমে বরং বৃদ্ধি পায়- সেজন্যই রোজার মাকরূহ সম্পর্কে জানা জরুরি। নিচের কী কী কারণে রোজা মাকরূহ হয় তা দেয়া হলো-
১। মিথ্যা কথা বলা।
২। গীবত বা চোগলখোরী করা।
৩। গালাগালি ও ঝগড়া ফাসাদ করা।
৪। সিনেমা দেখা বা অন্য কোন কবিরাহ গুনাহে লিপ্ত হওয়া।
৫। সারাদিন নাপাক অবস্থায় থাকা।
৬। রোযার কারনে অস্থিরতা বা কাতরতা প্রকাশ করা।
৭। কয়লা, মাজন, টুথ পাউডার, টুথ পেষ্ট বা গুল দিয়ে দাঁত মাজা।
৮। অনর্থক কোন জিনিস মুখের ভিতর দিয়ে রাখা।
৯। অহেতুক কোন জিনিস চিবানো বা চেখে দেখা।
১০। কুলি করার সময় গড়গড়া করা।
১১। নাকের ভিতর পানি টেনে নেয়া (কিন্তু সে পানি গলায় পৌছে গেলে রোযা ভেঙ্গে যাবে)
১২। ইচ্ছকৃতভাবে মুখে থু থু জমা করে গিলে ফেলা ।
১৩। ইচ্ছকৃতভাবে অল্প বমি করা
লেখক : মুহাদ্দিস, জামিআ ইকরা বাংলাদেশ, ঢাকা।