রংপুরে আল্লামা মাসঊদের তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমা শুরু
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সাধারণ মানুষের মধ্যে দ্বীনের বার্তা ছড়িয়ে দেয়ার লক্ষ্যে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের আহ্বানে রংপুর ধনতলা মাদরাসা মিলনায়তনে তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমা শুরু হয়েছে শনিবার।
বাংলাদেশ জমিয়তুল উলামা রংপুর জেলা শাখা আয়োজিত এ ইসলাহী ইজতেমা শনিবার (২১ ডিসেম্বর) দুপুর ২টা থেকেই শুরু হয়। এতে সামগ্রিকভাবে মানুষের গঠনমূলক যাবতীয় আমল হবে বলে জানিয়েছেন রংপুর ইসলাহী ইজতেমা বাস্তবায়ন কমিটির সদস্য মাওলানা সালমান আহমদ।
ইসলাহী ইজতেমা বাস্তবায়ন কমিটির প্রধান, রংপুর ধনতলা মাদরাসা মুহতামিম ও বাংলাদেশ জমিয়তুল উলামা রংপুর জেলা শাখার সভাপতি মাওলানা হোসাইন আহমদ পাথেয় টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার থেকেই শুরু হচ্ছে রংপুরের তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমা। এই ইজতেমায় দেশের শীর্ষ আলেম উলামাসহ বরেণ্য অসংখ্য আলেম উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ।
এদিকে বাংলাদেশ জমিয়তুল উলামার মহাসচিব মাওলানা আব্দুর রহিম কাসেমী পাথেয় টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের নেতৃত্বে আমরা রংপুর যাচ্ছি। ইনশাআল্লাহ সেখানে তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমা হবে। এ অনুষ্ঠান আমরা সারা দেশেই করতে চাই। সে তালিকাও প্রস্তুত করা হয়েছে। ইতোমধ্যে আমরা খুলনা, নোয়াখালী, ফেনী ও ময়মনসিংহ, ফরিদপুর, সিলেট করেছি। রংপুরে আপনারা আসুন। আমরা কিছুটা সময় আত্মশুদ্ধির জন্য কাটাই।
কী কী থাকছে এই আয়োজনে জানতে চাইলে মাওলানা হোসাইন আহমদ জানান, বাদ জোহর সলাহী বয়ান, বাদ আসর পরামর্শ, বাদ মাগরিব সূরায়ে ওয়াকিয়া পাঠ, ৬ তাসবীহের আমল, ইসলাহী বয়ান ও বাইয়াত, উলামা মাশায়েখ সম্মেলন, বাদ ইশা দরূদ ও সালাম, আম বয়ান ও প্রশ্নোত্তর পর্ব। রাত তিনটায় তাহাজ্জুদের আমল, ১২ তাসবীহের আমলসহ আরও অসংখ্য আমল দিয়ে সাজানো হয়েছে তিন দিনের এই ইসলাহী ইজতেমার আয়োজন।