রফিকুল ইসলাম মাদানীর চার্জ গঠন ৯ জানুয়ারি

রফিকুল ইসলাম মাদানীর চার্জ গঠন ৯ জানুয়ারি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ‘শিশু বক্তা’ হিসেবে খ্যাত রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় চার্জশিট গ্রহণ করেছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে আগামী ৯ জানুয়ারি চার্জ গঠনের জন্য দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সামছ জগলুল হোসেন এ আদেশ দেন।

রফিকুল ইসলাম মাদানীকে গত ৭ এপ্রিল নেত্রকোনায় তার বাড়ি থেকে গ্রেফতার করে র‌্যাব।

আটকের পরদিন তাকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানায় হস্তান্তর করে র‌্যাব। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গাজীপুর মহানগরীর বোর্ডবাজারের কলমেশ্বর এলাকায় একটি কারখানা চত্বরে গত ১০ ফেব্রুয়ারি এক ওয়াজ মাহফিলে সরকারকে কটাক্ষ করে বক্তব্য দিয়েছিলেন রফিকুল ইসলাম মাদানী। ওই ঘটনায় ৭ এপ্রিল দিবাগত রাত সোয়া ২টার দিকে গাছা থানায় র‌্যাব-১ এর ডিএডি আব্দুল খালেক বাদী হয়ে মামলা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *