১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ২০শে জিলকদ, ১৪৪৪ হিজরি

রমজানকে ঘিরে ৫ পণ্যের আমদানি জটিলতা নেই : ভোক্তার মহাপরিচালক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রমজানকে কেন্দ্র করে তেল, চিনি, মসুর ডাল, ছোলা ও খেজুর এই ৫টি পণ্যের আমদানি জটিলতা এখন আর নেই বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।

আজ সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনে ভোক্তা অধিকারের সাথে মসলা ব্যবসায়ীদের মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।

তিনি বলেন, মসলার এলসির সমস্যা নিয়ে কাজ করা হবে। শিগগিরই এই জটিলতা কেটে উঠার আশ্বাস দেন।

তিনি আরও বলেন, ডিউটি ফি নির্দিষ্ট করে দেয়ার সুপারিশ করবে ভোক্তা অধিকার অধিতদফতর। এ সময় আমদানিকারকরা বলেন, ডলার সংকট ও এলসি বন্ধ থাকায় বাজারে অস্থিরতা বাড়ছে। তুরস্ক, আফগানিস্তান এলসি নিচ্ছে না বলে। দুইটি দেশ থেকে আমদানি বন্ধ থাকায় সরবরাহে ব্যাঘাত ঘটছে।

ব্যবসায়ীদের অভিযোগ, বাংলাদেশ ব্যাংকের দেয়া ডলার রেটে ডলার পাওয়া যাচ্ছে না। এলসি খোলা নিয়মিত রাখা না গেলে সংকট ঘনীভূত হবে। সরবরাহ শিথিল ও বন্দর থেকে পন্য খালাসের ব্যবস্থা করে দেয়ার দাবি জানান তারা।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২৩ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com