রমজান মাসে দ্রব্যমূল্য বাড়বে না: সাঈদ খোকন

রমজান মাসে দ্রব্যমূল্য বাড়বে না: সাঈদ খোকন

নিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, আসন্ন রমজান মাসকে সামনে রেখে ভোজ্যতেলসহ দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে না।
মঙ্গলবার দুপুরে নগর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সাঈদ খোকন বলেন, রমজান মাসে সয়াবিন তেলসহ অন্যান্য ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল, আটা, সুজিসহ দ্রব্যগুলোর দাম বাড়বে না বলে ব্যবসায়ীরা নিশ্চয়তা দিয়েছেন। এ ছাড়া রমজান উপলক্ষে পর্যাপ্ত খাদ্যের মজুদ আছে।

এ সময় মেয়র আরও বলেন, কোনো অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ালে সঙ্গে সঙ্গে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। কিছু ফ্যাক্টরিতে সাময়িক গ্যাস সংকট থাকলেও শিগগিরই তা সমাধানের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভোজ্যতেল ব্যবসায়ী সমিতির সভাপতি ফজলুর রহমান, নগরবিদ ইকবাল হাবিব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *