২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ৮ই জিলকদ, ১৪৪৪ হিজরি
রোহিঙ্গা প্রত্যাবাসনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। কিন্তু রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার জন্য মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতি এখনও অনুকূলে নয় বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)।
১৯ মার্চ, রোববার ইউএনএইচসিআর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ও মিয়ানমার। কিন্তু এ বিষয়ে ইউএনএইচসিআর আগের অবস্থানেই রয়েছে। কারণ, রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার জন্য রাখাইনের পরিস্থিতি অনুকূল নয়।
বিবৃতিতে ইউএনএইচসিআর জানিয়েছে, প্রতিটি শরণার্থীর অধিকার রয়েছে তাদের সুবিধা অনুযায়ী তাদের দেশে ফেরত যাওয়ার। রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বাধ্য করা উচিত নয়।
বিবৃতিতে আরও বলা হয়, রাখাইন রাজ্যের পরিস্থিতি নিয়ে রোহিঙ্গাদের সঙ্গে আলোচনা করতে হবে। তাদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে হবে। রোহিঙ্গারা বলেছে, পরিস্থিতি অনুকূলে এলে তারা ফিরে যাবে।
সংস্থাটি বলছে, রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে বাংলাদেশ-মিয়ানমারের সঙ্গে ইউএনএইচসিআর কাজ চালিয়ে যাচ্ছে।
এদিকে, গত সপ্তাহ থেকে বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছে মিয়ানমারের একটি প্রতিনিধি দল।
উল্লেখ্য, ২০১৭ সালে মিয়ানমারে সেনাবাহিনীর হামলা থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা। এসব রোহিঙ্গারা বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে বসবাস করছে।