১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ২১শে জিলকদ, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর রামপুরায় ঘুড়ি ওড়াতে গিয়ে আটতলা ভবনের ছাদ থেকে পড়ে মো. রাফসান (১২) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৪ মার্চ) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মওলা।
গোলাম মওলা বলেন, বিকেলে রামপুরা এলাকায় আটতলা ভবনের ছাদে ঘুড়ি ওড়ানোর সময় অসাবধানতাবশত নিচে পড়ে যায় রাফসান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি বলেন, রাফসানের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।