৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ৯ই জিলকদ, ১৪৪৪ হিজরি

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪২

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

তাদের কাছ থেকে আট হাজার ৩৩২ ইয়াবা, দুই কেজি ২১৯.৫ গ্রাম হেরোইন ও সাত কেজি ৭৩৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে রোববার (১২ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২৩ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com