পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীতে অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
তাদের কাছ থেকে ৯ হাজার ৩৯৩ ইয়াবা, ২০ লিটার দেশি মদ, ৯ গ্রাম ১১৬ পুরিয়া হেরোইন, ৯৯ কেজি ৮৫ গ্রাম গাঁজা ও ২৬টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
শনিবার (১১ মার্চ) সকাল ৬টা থেকে রোববার (১২ মার্চ) সকাল ৬টা পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা রুজু হয়েছে।