রাজশাহী মেডিকেলে আরও ৪ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেলে আরও ৪ জনের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে প্রাণঘাতি করোনাভাইরাসে আরও চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা সংক্রমণে একজন ও উপসর্গে তিনজন মারা গেছেন।

শনিবার (২ অক্টোবর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর একজন ও নওগাঁর তিনজন রয়েছেন। তাদের মধ্যে উপসর্গে মৃতদের মধ্যে একজন রাজশাহীর ও দুজন নওগাঁর। আর করোনায় যার মৃত্যু হয়েছে তার বাড়ি নওগাঁ। তাদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে নতুন রোগী ভর্তি ও সংক্রমণের বিষয়ে রামেক পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ২২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুইজন। রামেকের করোনা ইউনিটে করোনা পজিটিভ হয়ে ১৮ জন ও করোনা উপসর্গ নিয়ে রোগী ভর্তি রয়েছেন ৮৫ জন। মোট ২৪০টি শয্যার বিপরীতে রোগী ভর্তি রয়েছেন ১০৩ জন।

করোনা পরীক্ষা ও শনাক্তের বিষয়ে পরিচালক জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৫৮টি নমুনা পরীক্ষায় তিনজনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।

অন্যদিকে, মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ১৮৭ জনের নমুনা পরীক্ষায় সাত জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ১ দশমিক ৯৭ শতাংশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *