৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ , ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ১৫ই জিলকদ, ১৪৪৪ হিজরি

রাজাকারদের তালিকা হবে ডিসেম্বরের মধ্যে : মুক্তিযুদ্ধ মন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজাকারের তালিকার নীতিমালা তৈরি হয়েছে। তালিকা তৈরির কাজও চলছে। আগামী ডিসেম্বরের মধ্যে তালিকা প্রকাশ করা সম্ভব হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আজ মঙ্গলবার হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে জোহরের নামাজ আদায় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ‘রাজাকারের তালিকা তৈরির জন্য আগে কোনো আইন ছিল না। বিগত পার্লামেন্টে এই আইন পাশ হয়েছে। এখন মুক্তিযুদ্ধ বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি শাহজাহান খান এমপিকে আহবায়ক করে তালিকা প্রণয়নের জন্য দায়িত্ব প্রদান করে কমিটি করে দেওয়া হয়েছে।’

মন্ত্রী বলেন, ‘আশা করা যায় ডিসেম্বরের মধ্যে তালিকা প্রকাশ করা সম্ভব হবে।’ এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির চলমান আন্দোলনের ব্যাপারে মন্ত্রী জানান, এ ব্যাপারে দলের প্রধান অথবা সাধারণ সম্পাদক কথা বলতে পারেন। তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করবেন না।

এর আগে, আজ মঙ্গলবার সকালে একদিনের সফরে সিলেটে পৌঁছান মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি হযরত শাহজালাল (রহ.) মাজার ও হযরত শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত করেন।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২৩ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com