রাফাহতে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা, নিহত ৬৩

রাফাহতে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা, নিহত ৬৩

পাথেয় টোয়েন্টিফোর ডটকম:  ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজার দক্ষিণের শহর এবং ফিলিস্তিনের শেষ আশ্রয়স্থল রাফাহ শহরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

স্থানীয় সময় সোমবার রাতে ইসরায়েলি যুদ্ধবিমান এবং নৌবাহিনীর জাহাজ থেকে রাফাহর দুটি মসজিদসহ বিভিন্ন স্থানে বোমা হামলা চালানো হয়। খবর আল জাজিরা।

আল জাজিরা জানায়, রাফাহ শহরের শাবোরার আর-রহমা মসজিদ এবং ইয়াবনা ক্যাম্পের আল-হুদা মসজিদে ভয়াবহ হামলা চালানো হয়েছে। সেখানে শত শত মানুষ আশ্রয় নিয়েছিলেন।

এদিকে আল জাজিরা তাদের সংবাদকর্মীদের বরাতে জানিয়েছে যে, রাফাহ শহরের দুটি মসজিদে হামলায় কমপক্ষে ৬৩ জন নিহত হয়েছে বলে জানিয়েছে।

রাফাহ শহরে হামলা, দুই জিম্মিকে উদ্ধারের দাবি ইসরায়েলেররাফাহ শহরে হামলা, দুই জিম্মিকে উদ্ধারের দাবি ইসরায়েলের
তবে হতাহতের বিষয়ে পরস্পরবিরোধী তথ্য পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে বিবিসি। গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এএফপি বার্তা সংস্থা জানিয়েছে, শিশুসহ ৫২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স মৃতের সংখ্যা ৩৭ বলে জানিয়েছে।

এছাড়া রাফাহ শহরের কুয়েত হাসপাতালের আশেপাশের এলাকায় ভারী গোলাগুলির খবর পাওয়া গেছে। হাসপাতালের পরিচালক, সুহাইব আল-হামস বলেন, “হাসপাতালটি খুব বিপজ্জনক পরিস্থিতিতে রয়েছে। এখানে আহত ব্যক্তিদের দ্বারা পরিপূর্ণ কিন্তু পর্যাপ্ত ওষুধ নেই।”

ইসরায়েলি বোমা হামলা থেকে বাঁচতে কয়েকশ মানুষ হাসপাতালের মাঠে অবস্থান নিয়েছে বলে জানা গেছে।

এদিকে দক্ষিণ গাজার রাফাহতে ইসরায়েলি বিমান হামলার নিন্দা জানিয়েছে হামাস। ইসরায়েলের এ হামলাকে গাজার জনগণের বিরুদ্ধে গণহত্যা সম্প্রসারণ বলে মন্তব্য করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *