পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইউক্রেনে আগ্রাসনের জেরে যেসব দেশ রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, সেসব দেশের (রাশিয়ায় থাকা) তহবিল জব্দের নির্দেশ দিয়েছে দেশেটির কেন্দ্রীয় ব্যাংক। রুশ গণমাধ্যম আরটি এ খবর জানায়।
নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে ব্যাংক অব রাশিয়া বলেছে, ‘রুশ রিজার্ভের একাংশ জব্দ করার প্রতিবাদে রাশিয়াও অবন্ধু দেশগুলোতে পাঠানোর কথা রয়েছে- এমন তহবিল জব্দ করেছে।’
এ তহবিলের পরিমাণ পশ্চিমা দেশগুলোতে রাশিয়ার জব্দ হওয়া তহবিলের সমান। বিশ্লেষকরা বলছেন, বস্তুত রাশিয়ার নেয়া একটি পাল্টা পদক্ষেপ এটি।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। এর পরই যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করতে থাকে।
ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে যে, তারা রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি করবে না। এ ছাড়া রাশিয়ার শীর্ষ কর্মকর্তাদের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পশ্চিমের বিভিন্ন দেশে তাদের রাখা সম্পদ জব্দ করা হয়েছে।
বর্তমানে রাশিয়া বিশ্বের সবচেয়ে বেশি নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশ।