পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইউক্রেনের ফ্রন্টলাইন থেকে কয়েকশ মাইল দূরে রাশিয়ার এঙ্গেলস বিমান ঘাঁটিতে সোমবার (২৬ ডিসেম্বর) ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে দেশটির সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, সোমবার ভোরে সারাতোভ অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় তিন রুশ সামরিক কর্মী নিহত হন।
রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়া এজেন্সি তাসের খবরে জানা গেছে, মস্কোর স্থানীয় সময় সোমবার ১টা ৩৫ এর দিকে এঙ্গেলস সামরিক বিমান ঘাঁটির কাছ দিয়ে একটি ইউক্রেনীয় ড্রোন উড়ে যাওয়ার সময় গুলি করা হয়েছে। রুশ সামরিক কর্মী নিহতের খবর আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি মস্কো।
এদিকে ইউক্রেনও এই হামলা চালিয়েছে কিনা তা নিশ্চিত করেনি।