পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত এক মাসের ইউক্রেন যুদ্ধে রাশিয়া অন্তত ১৫ হাজার ৬০০ সেনা হারিয়েছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এই তথ্য জানায়। আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এক ফেসবুক পোস্টে ইউক্রেনের জেনারেল স্টাফ জানায়, যুদ্ধে রাশিয়ার ৫৩০টি ট্যাঙ্ক, এক হাজার ৫৯৭টি সাঁজোয়া যান, ১০৮টি প্লেন, ১২৪টি হেলিকপ্টার এবং ৫০টি ড্রোন ধ্বংস হয়েছে।
এতে আরও বলা হয়েছে, এই পরিসংখ্যান হালনাগাদ করা হচ্ছে এবং তীব্র লড়াইয়ের কারণে নিশ্চিত করা যায় নি। এছাড়া আল জাজিরার পক্ষ থেকে এই দাবির সত্যতা যাচাই করা হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।