রাষ্ট্রায়ত্ত্ব সংস্থার কর্মীদের ধর্মঘট জার্মানিতে

রাষ্ট্রায়ত্ত্ব সংস্থার কর্মীদের ধর্মঘট জার্মানিতে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: রাষ্ট্রায়ত্ত্ব সংস্থার কর্মীদের মূল দাবি হলো, তাদের বেতন বাড়াতে হবে এবং কাজের পরিবেশ আরো ভালো করতে হবে। বার্লিন, হামবুর্গ, ব্রেমেনের মতো সিটি-স্টেটগুলিতে ইউনিয়নগুলি ১০ দশমিক পাঁচ শতাংশ বেতন বাড়ানো এবং তিনশ ইউরো সিটি-স্টেট বোনাস দাবি করছে।

ট্রেড ইউনিয়নের দাবি, শুধু বার্লিনেই ১০ হাজার কর্মী ধর্মঘটে যোগ দিয়েছেন। তারা শহরের বিখ্যাত ব্র্যান্ডেনবুর্গ গেটে মিছিল করে আসেন। তাদের মধ্যে শিক্ষক, ডে কেয়ার সংস্থার কর্মী, পুলিশ, দমকল কর্মী, প্রশাসনের সঙ্গে জড়িত কর্মীরা ছিলেন।

এই রাষ্ট্রায়ত্ত্ব কর্মীদের সঙ্গে সরকারের দুই দফা আলোচনা হয়েছে। কিন্তু তা ফলপ্রসূ হয়নি। বার্লিন-ব্র্যান্ডেসবুর্গে ট্রেড ইউনিয়ন ভারডির আঞ্চলিক ডিরেক্টর জানিয়েছেন, সরকারের তরফ থেকে কোনো প্রস্তাব আসেনি। তারা কর্মীদের যোগ্য সম্মান দিচ্ছে না।

ইউনিয়নের মুখপাত্র জানিয়েছেন, ”আমাদের সহকর্মীরা এভাবে আর শহরে থাকতে পারছেন না। তাদের সংসার চালানোর জন্য আরো অর্থ দরকার।”

হাসপাতালের কাজ প্রভাবিত হতে পারে

বৃহস্পতি ও শুক্রবারও ধর্মঘট ডাকা হয়েছে। তাতে নর্থ রাইন ওয়েস্টফালিয়া, লোয়ার স্যাক্সনি, বাভারিয়া-সহ আরো কয়েকটি রাজ্যের হাসপাতাল কর্মীরা জানিয়েছেন, তারাও ধর্মঘটে অংশ নেবেন।

এর ফলে রাজ্যগুলিতে হাসপাতাল ও সাইকিয়েট্রিক ওয়ার্ডে কাজকর্ম ব্যহত হতে পারে।

আগামী ৭ ও ৮ ডিসেম্বর আবার প্রশাসনের সঙ্গে আলোচনায় বসবে ইউনিয়নগুলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *