রাসূল সা. উম্মতের শ্রেষ্ঠ শিক্ষক : আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ

রাসূল সা. উম্মতের শ্রেষ্ঠ শিক্ষক : আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: জামিয়াতুল ইসলাহ আল মাদানিয়া মাদরাসার তাকমীল জামাতের বুখারীর শেষ হাদীসের দরস প্রদানকালে শাইখুল ইসলাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এই উক্তি করেন।

তিনি বলেন, ‘রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মতের শ্রেষ্ঠ শিক্ষক ছিলেন। এই সময়ে এসেও তিনি সমগ্র বিষয়ে প্রাসঙ্গিক। তিনি সেই সময়ে পাঠ প্রদানের ক্ষেত্রে আগে আগ্রহ তৈরী করতেন এরপর পাঠদান করতেন’

‘সুবহানাল্লাহি বীহি হামদিহি সুবহানাল্লাহিল আযীম’ এই কালিমা দুটির মর্যাদার কারণ বলতে গিয়ে যুগশ্রেষ্ঠ এই মুহাদ্দিস বলেন, এর এতো উচ্চমর্যাদার কারণ হলো, এই দুটি কালিমার মধ্যে আল্লাহ তা’আলার সমস্ত গুণাবলির নির্যাস চলে এসেছে৷’

আলোচনা শেষে তিনি জামিয়াতুল ইসলাহ আল মাদানিয়া মাদরাসার তাকমীল জামাতের ফারেগীনদের পাগড়ী প্রদান করেন এবং দু’আ ও মুনাজাত করেন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *