রায়পুরে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান

রায়পুরে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান

পাথেয় রিপোর্ট : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন।

বুধবার (২৬ ডিসেম্বর)রাতে পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কাজী জামশেদ কবির বাক্কী বিল্লাহ ব্যক্তিগত কার্যালয় রায়পুর সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ন-আহবায়ক রিয়াজ হোসেন, যুবদল নেতা মানিক, হোসেন, শাহিনসহ নেতা-কর্মীরা আনুষ্ঠানিকভাবে এ যোগদান করেছেন। এ সময় পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কাজী জামশেদ কবির বাক্কী বিল্লাহ বিএনপির নেতা-কর্মীদের ফুল দিয়ে বরণ করেন।

পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কাজী জামশেদ কবির বাক্কী বিল্লাহ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও জননেত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়ন নীতির প্রতি বিশ্বাস ও আস্থা রেখে বিএনপির নেতাকর্মী-সমর্থকরা আওয়ামী লীগে যোগদান করেছেন।

এদিকে দিন কয়েক আগেই, কিশোরগঞ্জের ভৈরব ও হোসেনপুর উপজেলায় জাতীয় পার্টি (জাপা) ও বিএনপির চার শতাধিক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।

রোববার (২৩ ডিসেম্বর) দুপুরে ভৈরব উপজেলার আইভি ভবনে ফুল দিয়ে তাদের বরণ করে নেন কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের আওয়ামী লীগের প্রার্থী নাজমুল হাসান পাপন।

যোগদান নেতাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- কিশোরগঞ্জ জেলা জাপার সহ-সভাপতি তাজুল ইসলাম তাজ ভৈরবী, ভৈরব উপজেলা জাপার সাবেক সহ-সভাপতি মো. জাকির হোসেন, কার্যকরী সদস্য হারুন-অর-রশিদ, ভৈরব পৌর জাপার যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর ৮ নম্বর ওয়ার্ড জাপার সভাপতি লায়ন শামীম আহমেদ, পৌর জাপার সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম রিপন, ৫ নম্বর ওয়ার্ড জাপার সভাপতি মো. মোর্শেদ মিয়া, ২ নম্বর ওয়ার্ড জাপার সভাপতি মো. সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন, ৬ নম্বর ওয়ার্ড জাপার সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান, ৫ নম্বর ওয়ার্ড জাপার সহ-সভাপতি মো. বিল্লাল হোসেনসহ দুই শতাধিক জাপার নেতা-কর্মী।

এদিকে, হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়ন বিএনপির দুই শতাধিক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেন। এসময় তাদের ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য এম এ হালিম।

যোগদান নেতাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- উপজেলার জিনারী ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি আবু মুছা মিয়া, একই ইউনিয়ন বিএনপির সদস্য আবু ইউসুফ মিয়া, বিএনপির নেতা আসাদুজ্জামান আসাদ মাস্টার, মো. কামরুল মিয়া, ডা. সাইদ মিয়া, মো. হবি মিয়া, মো. নিজাম মিয়া, মো. নজরুল ইসলাম, মো. খোকন মিয়া ও মো. মুনসুরসহ দুই শতাধিক বিএনপির নেতা-কর্মী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *