রিজার্ভে যোগ হলো আরও ৪০ কোটি ডলার

রিজার্ভে যোগ হলো আরও ৪০ কোটি ডলার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তির পর দেশের রিজার্ভে যুক্ত হয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) ৪০০ মিলিয়ন বা ৪০ কোটি ডলার। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক।

মেজবাউল হক বলেন, ‘আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তি হিসেবে অনুমোদিত ৬৮ কোটি ৯৮ লাখ এবং এডিবির ৪০ কোটি ডলার রিজার্ভের সঙ্গে যুক্ত হয়েছে। চলতি মাসের মধ্যে বিশ্বব্যাংকসহ অন্যান্য ঋণের ২২ কোটি ডলার যুক্ত হওয়ার কথা রয়েছে। সব মিলিয়ে চলতি মাসে রিজার্ভে যুক্ত হবে ১৩১ কোটি ডলার। আর্থিক সংকটের সময়ে এটা আমাদের জন্য স্বস্তির খবর।’

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, বৃহস্পতিবার দেশের রিজার্ভ ছিল ২৪ দশমিক ৬২ বিলিয়ন ডলার। আইএমএফের ঋণ যুক্ত হওয়ায় রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২৫ দশমিক ৩১ বিলিয়ন ডলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *