রিটার্ন জমা দেননি ৬০ লাখের বেশি টিআইএনধারী

রিটার্ন জমা দেননি ৬০ লাখের বেশি টিআইএনধারী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত ৩১ জানুয়ারি পর্যন্ত ট্যাক্স রিটার্ন জমা দেওয়া হয়েছে ৩৫ লাখ ৪০ হাজার জনের, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৭% বেশি।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, দেশে এখন ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারধারীর (টিআইএন) সংখ্যা ৯৭ লাখের বেশি। এর অর্থ হলো টিআইএনধারীর দুই-তৃতীয়াংশই ট্যাক্স রিটার্ন জমা দেননি; সংখ্যাটি ৬০ লাখের বেশি।

বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমার সময় শেষ হয়ে গেছে। নিয়মিত রিটার্ন দেওয়ার সময় শেষ হওয়ার পরও বিশেষ বিবেচনায় ব্যক্তি শ্রেণির আয়কর রিটার্ন দাখিলের সময় ৩১ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করেছিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এখন কোম্পানির জন্য রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ১৫ জানুয়ারি থেকে বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি করা হয়েছে।

এনবিআরের তথ্য অনুযায়ী, গত বছরের শেষ পর্যন্ত ব্যক্তিশ্রেণির করদাতাদের কাছ থেকে ট্যাক্স রিটার্নের মাধ্যমে ৫,৮০০ কোটি টাকা আদায় হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৮% বেশি।

গত বছরের জানুয়ারি পর্যন্ত রিটার্ন জমা পড়েছিল ৩০ লাখ ২৮ হাজারের কিছু বেশি। কয়েক মাস আগে এক অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান বলেছিলেন, ২০২২-২৩ অর্থবছরের শেষ নাগাদ রিটার্ন জমা হয়েছিলো ৩৫ লাখের মতো।

এনবিআর সদস্য আমিনুল করিম বলেন, “এবার নতুন আয়কর আইনে সময়মতো ট্যাক্স রিটার্ন জমা না দিলে কিছু কঠোর শাস্তি দেওয়ার কারণে যারা সময়মতো রিটার্ন জমা দিতে ব্যর্থ হয়েছেন, তারা এরপর রিটার্ন জমা দিতে উৎসাহিত হবেন না।”

দুই বছর আগে পর্যন্ত ৩৫ ধরনের সেবা নেওয়ার ক্ষেত্রে টিআইএন প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছিল। তাতে টিআইএন বাড়তে শুরু করলেও রিটার্ন তেমন বাড়ছিল না।

এরপর এনবিআর ৩৮ ধরনের সেবা নেওয়ার ক্ষেত্রে পিএসআর জমা নেওয়া বাধ্যতামূলক করে। গত বছর নতুন আয়কর আইনে এই সংখ্যা বাড়িয়ে ৪৩ করা হয়, অর্থাৎ এসব সেবা নেওয়ার ক্ষেত্রে পিএসআর দেখাতে হবে।

এনবিআর কর্মকর্তাদের কেউ কেউ আশা করেছিলেন, এসব উদ্যোগের কারণে এবার অর্ধেকের কাছাকাছি টিআইএনধারী রিটার্ন জমা দেবেন। কিন্তু শেষপর্যন্ত তা হয়নি।

সাবেক এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মজিদ মনে করেন, যেসব প্রতিষ্ঠান বা সংস্থা পিএসআর যাচাই করার দায়িত্বে রয়েছে, তারা হয়তো নিজেদের দায়িত্ব ঠিকমতো পালন করছে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *