রুবাইয়াৎ
আদিল মাহমুদ
১
আমি একটা বন্দী পাখি খাচার ভেতর কাঁদি
ইচ্ছে করে তোমায় এনেও পিঞ্জিরাতে বাঁধি
স্বাধীন তুমি জগৎ মাঝে ছড়াও প্রেমের বাণী
কেমনে বুঝাই তোমায় আমি বুকের কাছে সাধি
২
আলতা মাখানো রঙিন পায়ে আসবে যখন হেঁটে
দুর্বাঘাসে ছড়ানো তারারা হাসিতে পড়বে ফেটে
উল্লাসে তোমার হৃদয় ঝরাবে শরাবের বরিষণ
আকণ্ঠ পান করে যাব আমি শূন্য গেলাসও চেটে
৩
হাতে হাত রেখে শিশির ভেজা দূর্বাঘাসে
খালি পায়ে দীর্ঘ পথ হেঁটে যাবো নীরবে
মৌনতাই হবে প্রতীকী ভাষা আদুরে
আমাদের ভালোবাসার নিশ্চুপ সংলাপে
৪
একটু না হয় ভালোবেসো প্রেমে ভরা শিশিরে
জীবন মরুর মিটিও তৃষ্ণা ঠান্ডা হাভাতে শরীরে
আশার বাসর ভরিয়ে দিও গোপন উষ্ণ আদরে
অশ্লীল একটা চুমো বসাও গোলাপি ঠোঁটের উপরে
৫
স্বপ্ন দেখি কখন পাবো তোমার চুমা-আলিঙ্গন
তোমার ঠোঁটে ঠোঁট রেখে পরম সুখে ভারবে মন
উপচে পড়া সফেদ দুই গুম্বুজ দেখে জুড়াবো নয়ন
আমার শরীর চায় শুধু তোমার দেহের মিলন