রুবাইয়াৎ ● আদিল মাহমুদ

রুবাইয়াৎ ● আদিল মাহমুদ

রুবাইয়াৎ
আদিল মাহমুদ

আমি একটা বন্দী পাখি খাচার ভেতর কাঁদি
ইচ্ছে করে তোমায় এনেও পিঞ্জিরাতে বাঁধি
স্বাধীন তুমি জগৎ মাঝে ছড়াও প্রেমের বাণী
কেমনে বুঝাই তোমায় আমি বুকের কাছে সাধি

আলতা মাখানো রঙিন পায়ে আসবে যখন হেঁটে
দুর্বাঘাসে ছড়ানো তারারা হাসিতে পড়বে ফেটে
উল্লাসে তোমার হৃদয় ঝরাবে শরাবের বরিষণ
আকণ্ঠ পান করে যাব আমি শূন্য গেলাসও চেটে

হাতে হাত রেখে শিশির ভেজা দূর্বাঘাসে
খালি পায়ে দীর্ঘ পথ হেঁটে যাবো নীরবে
মৌনতাই হবে প্রতীকী ভাষা আদুরে
আমাদের ভালোবাসার নিশ্চুপ সংলাপে

একটু না হয় ভালোবেসো প্রেমে ভরা শিশিরে
জীবন মরুর মিটিও তৃষ্ণা ঠান্ডা হাভাতে শরীরে
আশার বাসর ভরিয়ে দিও গোপন উষ্ণ আদরে
অশ্লীল একটা চুমো বসাও গোলাপি ঠোঁটের উপরে

স্বপ্ন দেখি কখন পাবো তোমার চুমা-আলিঙ্গন
তোমার ঠোঁটে ঠোঁট রেখে পরম সুখে ভারবে মন
উপচে পড়া সফেদ দুই গুম্বুজ দেখে জুড়াবো নয়ন
আমার শরীর চায় শুধু তোমার দেহের মিলন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *