পাথেয় টোয়েন্টিফোর ডটকম: চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত রাশিয়ার সেনাবাহিনীতে প্রায় ৩ লাখ ৩৫ হাজার সেনা নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু টেলিভিশনের এক ভাষণে এসব কথা বলেন। খবর রয়টার্সের।
তিনি বলেন, রাশিয়ার ইউক্রেনে যুদ্ধ করার জন্য পুরুষদের অতিরিক্ত সংগঠিত করার কোনো পরিকল্পনা নেই। কারণ এ বছর এখনো পর্যন্ত তিন লাখ ৩৫ হাজারেরও বেশি সেনা লড়াই করার জন্য রুশ সেনাবাহিনীতে যুক্ত হয়েছে।
সের্গেই সোইগু বলেন, রাশিয়া তার সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করছে। ইউক্রেনে একটি দীর্ঘ যুদ্ধের প্রত্যাশায় অস্ত্র উৎপাদন বাড়াচ্ছে।
আরও পড়ুন: রাশিয়ায় ক্লাস্টার বোমা হামলা ইউক্রেনের
তিনি আরও বলেন, শুধু সেপ্টেম্বরেই ৫০ হাজারেরও বেশি রুশ নাগরিক বাহিনীতে যোগদান করেছেন।
সোইগু বলেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রুশ বাহিনীতে যোগদান করা নতুনদের সেনাদের প্রশংসা করেছেন।
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান ২০ মাসে গড়িয়েছে। অজনপ্রিয় হওয়ায় আরেক দফা জাতীয়ভাবে বাধ্যতামূলক সেনা সংগ্রহের পথে হাঁটেনি দেশটি। তবে সামরিক বাহিনীতে নিয়োগে সক্রিয় প্রচারণা অব্যাহত রয়েছে।