১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ২১শে জিলকদ, ১৪৪৪ হিজরি

রূপগঞ্জে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নারায়ণগঞ্জের রূপগঞ্জের সিকদার অ্যাপারেলস নামে পোশাক কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।

শনিবার (৫ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার তারাবো পৌরসভার খাতুন এলাকার ওই পোশাক কারখানায় আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফীন জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে।

কারখানার শ্রমিক সূত্র জানায়, ওই গার্মেন্টসে প্রায় দুই হাজার শ্রমিক কাজ করেন। রাত ৯টার দিকে কারখানার নিটিংস সেকশনে হঠাৎ করে আগুন লেগে যায়। এ সময় কারখানায় কর্মরত শ্রমিকরা আগুন দেখে আতঙ্কিত হয়ে বের হয়ে পড়েন। তবে ভেতরে শ্রমিকরা আটকা পড়েছে কি-না এই বিষয়ে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি।

সূত্র আরও জানায়, শ্রমিকদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসে এবং আগুন নেভানোর চেষ্টা চালান। কিন্তু আগুনের মাত্রা ক্রমশ বাড়তেই থাকে এবং পুরো পোশাক কারখানায় ছড়িয়ে পড়ে। এরপর ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নেভানোর কাজ শুরু করে।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২৩ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com