পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর মিরপুরের রূপনগর বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট। মিরপুর, কুর্মিটোলা, উত্তরা, কল্যাণপুর তেজগাঁও ও সিদ্দিক বাজার ফায়ার সার্ভিস হেডকোয়ার্টার থেকে এসব ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।
ফায়ার সার্ভিস অফিস জানিয়েছে, বুধবার (১১ মার্চ) সকাল নয়টা ৪৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানাতে পারেনি তারা।