রূপপুরের মালামাল নিয়ে মোংলা বন্দরে রাশিয়ার জাহাজ

রূপপুরের মালামাল নিয়ে মোংলা বন্দরে রাশিয়ার জাহাজ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ২৪ দিনের মাথায় আবারও রাশিয়া থেকে সরাসরি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে বিদেশি জাহাজ এমভি আনকা স্কাই।

সোমবার (২৯ মে) সকাল সাড়ে ৯টায় মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়েছে জাহাজটি। দুপুর ২টা থেকে জাহাজ থেকে পণ্য খালাসের কাজ শুরু হয়।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট কনেভেয়ার শিপিং লাইন্সের ম্যানেজার অপারেশন (শিপিং) সাধন কুমার চক্রবর্তী জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্ট্যাকচার, ইলেকট্রিক্যাল ও মেশিনারি মালামাল নিয়ে রাশিয়ার নভোরোসিয়েস্ক বন্দর থেকে গত ২৮ এপ্রিল মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে বিদেশি জাহাজ এমভি আনকা স্কাই। জাহাজটি সোমবার সকালে বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়েছে। জাহাজে থাকা ১ হাজার ১৪৫ মেট্টিক টন ওজনের ৩৩৯ প্যাকেজের বিভিন্ন পণ্য দুপুর ২টা থেকে খালাসের কাজ শুরু হয়েছে। জাহাজ থেকে খালাসকৃত এসব মালামাল আপাতত জেটিতে রাখা হচ্ছে। পরে সড়কপথে এগুলো নেওয়া হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ডিপোর জেটিতে।

এর আগে, গত ৬ মে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে রাশিয়া থেকে সরাসরি মোংলা বন্দরে এসেছিলো বিদেশি জাহাজ এমভি আনকা সান। তারও আগে গত ২৫ এপ্রিল রাশিয়া থেকে রূপপুরের মালামাল নিয়ে সরাসরি মোংলা বন্দরে এসেছিলো এমভি ইয়ামাল অরলান। এছাড়া ইয়ামাল অরলানের আগে আসে এমভি ড্রাগনবল ও এমভি কামিল্লা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *