রূপালী নদী | কাজী সিকান্দার
বসে আছি নদীর কূলে
সন্ধ্যা নামে রাত আসে।
চাঁদ হাসে মুখ তুলে
তরী মোর জলে ভাসে
জোসনা রাতে ভরা গাঙে
চিকচিক করে নদীর ঢেউ
সাজে নদী রূপার রূপে,
হৃদয় হরণ করছে কেউ।
জোছনা পেয়ে নদী হাসে
নদীর ঢেউ নাচে তালে
চাঁদের হৃদয়ে প্রেম চষে
জোছনা ছড়ায় নৌকা পালে।
সারা রাত থাকি বসে
নদী জোছনার প্রেমে পড়ে,
সকাল আসে তরী চলে
যাবো আমি তরী ছড়ে।
এত রূপ এত প্রেম
তরী আমার নিল তুলে
দুর্বল আমি ভিমড়ি খেয়ে
পড়ে আছি নদীর কূলে।
১১ জুন ২০২০ ঢাকা